ইবির পরিবহন পুলে যুক্ত হলো চারটি দ্বিতল বাস

আগের সংবাদ

সাতক্ষীরায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পরের সংবাদ

অভয়নগরে স্ক্রু ড্রাইভার দিয়ে কুপিয়ে হত‍্যার চেস্টার ঘটনায় আটক ১

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৫ , ৭:৩৫ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২৫ , ৭:৩৫ অপরাহ্ণ

যশোরের অভয়নগরে স্ক্রু ড্রাইভার দিয়ে কুপিয়ে হত‍্যার চেস্টার ঘটনায় ১ জনকে আটক করে থানা পুলিশ। আটককৃত ব‍্যক্তি উপজেলার লক্ষীপুর গ্রামের বিল্লাহ হোসেন বিলার পুত্র মিজানুর রহমান (৫৯)। সে পেশায় এক কাঠমিস্ত্রী।

ভুক্তভোগী ও তাদের স্বজনদের থেকে জানা গেছে, ধৃত ব‍্যক্তি ইতিপূর্বে বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দিয়ে উত‍্যক্ত করে আসছিল। কিন্তু ভুক্তভোগী রাজী না হওয়ায় গভীর রাতে ঘরে ঢুকে প্রথমে ধর্ষণ চেস্টা পরে ব‍্যর্থ হয়ে হত‍্যার চেস্টা করে।

উল্লেখ্য, ২ সেপ্টেম্বর দিবাগত মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে উপজেলার কাপাশহাটি গ্রামে গভীর রাতে ঘরের টিন কেটে ভেতরে ঢুকে জেসমিন সুলতানা নামে এক নারীকে কুপিয়ে হত‍্যার চেষ্টা করেছে অজ্ঞাত ব‍্যক্তি/ব‍্যক্তিরা। এ ঘটনায় ভুক্তভোগী নারী মারাত্মকভাবে আহত হয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। হাত, পা, গলা, বুক, নিতম্বসহ ২০টি স্থানে উপর্যুপরি আঘাত করেছে লম্পট মিজান যার ছেলে বউ, জামাই, নাতি, নাতনী রয়েছে।

এদিকে অভিযোগ উঠেছে, লক্ষীপুর গ্রামের স্থানীয় কয়েকজন বিএনপি পরিচয়ধারী নেতা মিমাংশার মাধ্যমে ঘটনা ধামাচাপা দেওয়ার জন‍্য উঠেপড়ে লেগেছেন।

অভয়নগর থানা পুলিশ জানিয়েছে, ৭ সেপ্টেম্বর, রবিবার সকাল ৯ টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আসামীকে বিচারের নিমিত্তে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়