ডাকসু ভোটের আগে শেষ দিনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

আগের সংবাদ

হোটেলে অভিযান যৌন ব্যবসায় ৩৭ বিদেশি আটক

পরের সংবাদ

গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে হামলার ঘটনায় গ্রেপ্তার ৫

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৫ , ১১:৩৪ পূর্বাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২৫ , ১১:৩৪ পূর্বাহ্ণ

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার (৭ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।

এর আগে শুক্রবার জুমার নামাজের পর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নুরাল পাগলার দরবারে বিক্ষুব্ধ জনতা অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়। এ ঘটনায় একজন নিহত হন এবং দুই পক্ষের সংঘর্ষে শতাধিক মানুষ আহত হন।

পরে পুলিশকে লক্ষ্য করে হামলা এবং তাদের গাড়ি ভাঙচুরের অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে মামলা দায়ের করেন।

ওসি রাকিবুল ইসলাম জানান, ওই রাতে হামলায় পুলিশের অন্তত ১০-১২ জন সদস্য আহত হয়েছেন এবং পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব বলেন, “বিক্ষুব্ধ জনতা নুরাল পাগলার দরবার শরীফে হামলা চালালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে যেতে বাধ্য হয়। তখন আমাদের ওপরও হামলা হয় এবং দুটি গাড়ি ভাঙচুর করা হয়।”

এদিকে, হামলা ও অগ্নিসংযোগের পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও দরবারের ধ্বংসস্তূপ দেখতে আশপাশের এলাকাবাসী ভিড় করছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়