ডাকসু নির্বাচনে আজ (রবিবার, ৭ সেপ্টেম্বর) শেষ হচ্ছে প্রচারণা। শেষ মুহূর্তে ভোটারদের মন জিততে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। লিফলেট আর হ্যান্ডবিল হাতে নিয়ে বিভিন্ন হল ও ক্যাম্পাসে ছুটে যাচ্ছেন তারা।
ছাত্রদল সমর্থিত প্যানেলের ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) প্রার্থী আশা প্রকাশ করেছেন, এই নির্বাচনই গণতন্ত্রের নতুন যাত্রা সূচনা করবে। অন্যদিকে, শিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম অভিযোগ করেছেন, কিছু প্রার্থী বহিরাগতদের দিয়ে প্রচার চালাচ্ছেন।
স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের প্রার্থী উমামা ফাতেমা মনে করেন, নারী ভোটারদের কেন্দ্রে নিয়ে আসা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এ ছাড়া কমিশনের নিরপেক্ষতা নিয়ে একাধিক প্রার্থী প্রশ্ন তুলেছেন এবং পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন।
সব মিলিয়ে ডাকসু নির্বাচন ঘিরে একদিকে যেমন প্রাণবন্ত প্রচারণা চলছে, অন্যদিকে তেমনি বাড়ছে নানা অভিযোগ ও আশঙ্কা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।