বিদ্যালয়ে নরসুন্দর ডেকে ছাত্রদের চুল কেটে দিলেন প্রধান শিক্ষক

আগের সংবাদ

অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে ৪৪৫ কোটি টাকায় ২৮০ টি গাড়ি কেনা নিয়ে বিতর্ক

পরের সংবাদ

নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চলছে: বাচ্চু মোল্লা

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৫ , ১০:২৭ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২৫ , ১০:৩১ অপরাহ্ণ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে সরকার নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা করায় এই নির্বাচনকে বানচাল করতে নানামুখী ষড়যন্ত্র চলছে। পিআরের নামে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করা হচ্ছে। একটি মৌলবাদী দল ও একটি নতুন রাজনৈতিক দল এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সবাইকে একত্রিত হয়ে এসব ষড়যন্ত্রের মোকাবিলা করে এগিয়ে যেতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা এসব কথা বলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলার আল্লারদর্গা নুরুজ্জামান বিশ্বাস অডিটোরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের সমন্বয়ে বিশাল র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অডিটোরিয়ামে এসে শেষ হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের সঞ্চালনায় এ সভায় বক্তব্য রাখেন, বিএনপির সিনিয়র নেতা রুহুল কুদ্দুস, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি রেজাউল করিম, সাবেক সহসভাপতি শামীম রেজা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান লস্কর, সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, গোলাম মোস্তফা, সাবেক প্রচার সম্পাদক জহুরুল করিম বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক এম ফরজউল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাশেদুল হক শামীম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, উপজেলা যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল প্রমুখ।

সভাপতির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা বলেন, বিএনপি গণমানুষের দল। এ দল দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা অগ্রণী ভূমিকা রেখেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপি সব সময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছে। এই দল গঠন করার পর থেকে মানবকল্যাণে সফলতার সাথে কাজ করে আসছে। বিএনপির সফলতার গল্প সকল মানুষের মধ্যে ছড়িয়ে দিতে তিনি নেতাকর্মীদের আহ্বান জানান।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা আরো বলেন, একটি মৌলবাদী সংগঠন মসজিদের ভেতর রাজনৈতিক মিটিং, আলাচনা সভা করছে। মসজিদ হলো আল্লাহর ঘর। আপনারা কেউ মসজিদে রাজনৈতিক আলোচনা করতে দেবেন না। ফ্যাসিস্টের দোসর কিছু হাইব্রিড নেতাও জামায়াতের সাথে যাচ্ছে। জামায়াত নাকি আদর্শের দল, তাহলে তারা কেন ফ্যাসিবাদের দোসরদের দলে নিচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়