বুধবার (২৭ আগস্ট) জাতীয় নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)। অনুমোদিত এই রোডম্যাপে ৩০ নভেম্বর ভোটার তালিকা চূড়ান্ত করার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হলেও কবে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে কিংবা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে—সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।
নির্বাচন কমিশন জানিয়েছে, গত চার দিনে এক হাজার আটশ তিরানব্বইটি সীমানা নির্ধারণ সংক্রান্ত আপত্তি ও দাবির শুনানি সম্পন্ন করা হয়েছে। এসব শুনানি শেষ হওয়ার পরই রোডম্যাপের খসড়ার অনুমোদন দেওয়া হলো।
অন্যদিকে, দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করবেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্র্যাসি অ্যান জ্যাকবসন। এই বৈঠকে নির্বাচন প্রক্রিয়া ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।