খুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন: দ্রুত সংস্কারের আশ্বাস

আগের সংবাদ

ফরম ফি বৃদ্ধির প্রতিবাদে যশোরে ছাত্রদলের মানববন্ধন

পরের সংবাদ

ডাকসু প্রার্থী মেহেদী হাসানের ফোন চুরি ও ফেসবুক আইডি হ্যাকড

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫ , ১:৪১ অপরাহ্ণ আপডেট: আগস্ট ২৭, ২০২৫ , ১:৪১ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের আন্তর্জাতিক সম্পাদক পদপ্রার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানের ব্যবহৃত দুটি মোবাইল ফোন চুরি হয়েছে। চুরি হওয়া ফোন ব্যবহার করে তার ফেসবুক আইডি থেকে একাধিক অস্বাভাবিক ও অপ্রীতিকর পোস্ট দেওয়া হয়, যা মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে। বিষয়টি জানাজানি হলে ছাত্রদলের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্কবার্তা দেন এবং বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

চুরি হওয়া ফোন থেকে মেহেদী হাসানের আইডিতে একাধিক অস্বাভাবিক স্ট্যাটাস দেওয়া হয়। এর মধ্যে একটিতে লেখা হয়— ‘১, ২, ৩, ৪ ডাকসুর…’ এবং অন্য একটি পোস্টে লেখা হয়— ‘ইলেকশন। করতাম না। প্রেম করাম আমি।’

এ ঘটনায় ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তার ফেসবুকে লিখেছেন, “আমাদের প্রিয় মেহেদী হাসানের ফোন চুরি হয়েছে। তার আইডি থেকে যেকোনো পোস্ট বা মেসেজের ব্যাপারে সতর্ক থাকুন।”

একইভাবে জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম জানান, “মেহেদী ভাইয়ের ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে। কেউ বিভ্রান্ত হবেন না।”

ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রী মানসুরা আলম অভিযোগ করে বলেন, “মেহেদী হাসানের দুটি ফোন ছিনতাইয়ের পাশাপাশি তার গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য হ্যাকড হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এটি নিছক ছিনতাই নয়, পরিকল্পিতভাবে করা হয়েছে। কারণ, সাধারণ ছিনতাইকারী হ্যাক করে ব্যক্তিগত তথ্যে প্রবেশ করে না। তার আইডি থেকে দেওয়া স্লোগানও প্রমাণ করে, বিষয়টির সঙ্গে বিশেষ গোষ্ঠী জড়িত।”

এ বিষয়ে জানতে মেহেদী হাসানের সঙ্গে হোয়াটসঅ্যাপ ও ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়