দেবহাটায় আবারও ৬০ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী মান্নান গ্রেফতার

আগের সংবাদ

মোল্লাহাটে রূপালী ব্যাংকের সিঁড়ি থেকে অভিনব কায়দায় শিক্ষিকার টাকা চুরি

পরের সংবাদ

নড়াইল-২ আসনে এনপিপির চেয়ারম্যানের গণসংযোগ ও লিফলেট বিতরণ

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫ , ৬:২৫ অপরাহ্ণ আপডেট: আগস্ট ২৫, ২০২৫ , ৬:২৫ অপরাহ্ণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-২ আসনে মনোনয়ন প্রত্যাশী এনপিপির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাভোকেট ড. ফরিদুজ্জামান ফরহাদ তার নির্বাচনী এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। সোমবার (২৫আগষ্ট) লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কালিগঞ্জ হাটবাজারে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন,এনপিপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ ফকরুজ্জামান প্রেসিডিয়াম সদস্য বেলাল আহম্মদ, নজরুল ইসলাম, সহ-সভাপতি কাজী শওকত আলী,এনপিপির নড়াইল জেলা শাখার সভাপতি শরীফ মুনীর হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ বদরুল আলম, এনপিপি লোহাগড়া উপজেলা শাখার সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোল্যা বদিয়ার রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জিয়াউর রহমান লোটাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া, উপজেলা যুব ফ্রন্টের সভাপতি এ্যাডভোকেট মেহেদী হাসান অপু, মহিলা নেত্রী হীরা বেগম, ববিতা বেগম ও বৃষ্টি খানমসহ প্রমূখ।

এর আগে তিনি লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান এবং স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সমস্যার কথা শোনেন। তিনি জরুরি বিভাগে একটি আইপিএস প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ কিশোর সাহা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, পৌর বিএনপির সহ-সভাপতি সৈয়দ আব্দুস সবুর, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শামসুল হক আজাদ, মোঃ মুসা মোল্যা প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়