ফ্যাসিবাদের সাথে আপস নয়, ৩১ দফার আলোতে হবে রাষ্ট্র গঠন -অনিন্দ্য ইসলাম 

আগের সংবাদ

ইকসুর দাবিতে ঐক্যবদ্ধ শিক্ষার্থীরা

পরের সংবাদ

বাগেরহাট-১ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী শেখ ওয়াহিদুজ্জামান দিপুর সঙ্গে মতবিনিময়

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫ , ৫:৫১ অপরাহ্ণ আপডেট: আগস্ট ২৩, ২০২৫ , ৫:৫১ অপরাহ্ণ
বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন।
শনিবার (২৩ আগস্ট ২০২৫) বিকেলে মোল্লাহাট উপজেলার তার ব্যক্তিগত কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় শেখ ওয়াহিদুজ্জামান দিপু বলেন,
“গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের পক্ষে সবাইকে মাঠে থাকতে হবে।”
তিনি আরও বলেন,
“সম্প্রতি নির্বাচন কমিশন বাগেরহাটে চারটি সংসদীয় আসনের পরিবর্তে তিনটিতে নামিয়ে আনার যে সিদ্ধান্ত নিয়েছে, তার প্রতিবাদে ঢাকা-খুলনা মহাসড়কে সর্বদলীয় কমিটির ডাকা অবরোধ কর্মসূচি সফল করতে হবে।”
এসময় মোল্লাহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, শিকদার জামাল উদ্দীনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত নেতা-কর্মীরা আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়