জেলা পর্যায়ে কার্যালয় না থাকায় ধ্বংসের মুখে অনেক প্রত্নস্থাপনা

আগের সংবাদ

বেবিচকে ঝুলে আছে ৮৮৬ কর্মীর চাকরি স্থায়ীকরণ

পরের সংবাদ

নারায়ণগঞ্জে ফ্রিজ বিস্ফোরণে একই পরিবারের ৯ জন দগ্ধ

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫ , ১০:৪৯ পূর্বাহ্ণ আপডেট: আগস্ট ২৩, ২০২৫ , ১০:৪৯ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভয়াবহ দুর্ঘটনায় নারী ও শিশুসহ একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পাইনাদি পূর্মুবপাড়া এলাকার জাকির খন্দকারের টিনশেড বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরিত হয়ে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাঁচপুর ও ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

দগ্ধরা হলেন—তাহেরা বেগম (৬৫), হাসান (৩৭), সালমা (৩০), মুনতাহা (১১), জান্নাত (৪), রাইয়ান (মাত্র ১ মাস), আসমা (৩৫), তিসা (১৬) ও আরাফাত (১৩)। তাদের প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। এর মধ্যে তাহেরা বেগমকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ফ্রিজ বিস্ফোরণের কারণেই এ দুর্ঘটনা ঘটে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়