মহেশপুর সীমান্ত দিয়ে দু’দিনে নারী-পুরুষ ও শিশুসহ ১৫ জনকে ফেরত পাঠিয়েছে BSF

আগের সংবাদ

মোল্লাহাটে মাদক কারবারী গ্রেফতার, ১২৫ পিস ইয়াবা উদ্ধার

পরের সংবাদ

অভয়নগরে চাঞ্চল্যকর অটো ভ্যানচালক লিমন হত্যাকারী পুলিশের হাতে আটক

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫ , ৯:৪২ অপরাহ্ণ আপডেট: আগস্ট ২০, ২০২৫ , ৯:৪২ অপরাহ্ণ

যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের কোদলা গ্রামের শ্যামলের ভাটা সংলগ্ন এলাকা থেকে ছিনতাইকৃত ভ্যান উদ্ধারসহ ঘটনার প্রধান আসামি বিল্লাল কে অভয়নগর থানা পুলিশ আটক করেছে। এ অভিযানে উক্ত গ্রামের ইয়াসিনতলা নামক স্থানে  তারেকের ছেলে আসামী  বিল্লালকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। এ সময় তার স্বীকারোক্তি মোতাবেক তার শয়ন কক্ষ থেকে ছিনতাইকৃত  ভ্যানের চাকা, মাটি খুড়ে ব্যাটারি ও বাড়ি থেকে ভ্যান উদ্ধার করেছে। উল্লেখ্য গত মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামে বিলপাড়া এলাকায় নাসির ফারাজীর বাগান থেকে লিমন শেখ (২৫) নামে এক যুবককে হত্যা করে তার ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছিলো।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম বলেন, মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়