ঝিনাইদহের মহেশপুরের মাঠিলা ও বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতীয় বিএসএফ সদস্যরা দু’দিনে নারী-পুরুষ ও শিশুসহ ১৫ জনকে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে।
বিজিবি সুত্রে জানাগেছে, বুধবার সকাল ১১টার দিকে মহেশপুরের মাঠিলা সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠক শেষে ভারতীয় বিএসএফ সদস্যরা ভারতে অবস্থানকারী নারী-পুরুষ ও শিশুসহ ১১ জনকে ফেরত দিয়েছে। এস মধ্যে ৮ জন পুরুষ,২ জন নারী ও ১ জন শিশু রয়েছে।
অপর দিকে মঙ্গলবার বিকালে মহেশপুরের বাঘাডাঙ্গা সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠক শেষে ভারতের জোড়পাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা ভারতে অবস্থানকারী নারী-পুরুষ ও শিশুসহ ৪ জনকে ফেরত দিয়েছে। এস মধ্যে ২ জন পুরুষ,১ জন নারী ও ১ জন শিশু রয়েছে।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান জানান, ফেরত দেওয়া ১৫ জনকে মহেশপুর থানা পুলিশের কাছে সোপর্দ্দ করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।