২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলের তৃতীয় দিনের শুনানি চলছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের ছয় সদস্যবিশিষ্ট বেঞ্চে এ শুনানি শুরু হয়।
এর আগে গত বছরের ১ ডিসেম্বর হাইকোর্ট হত্যাকাণ্ড ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আসামিদের খালাস দেন। সেই রায়ের বিরুদ্ধেই রাষ্ট্রপক্ষ আপিল দায়ের করে।
প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার জনসভায় ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় আওয়ামী লীগের অন্তত ২৪ জন নেতা-কর্মী নিহত হন এবং আহত হন কয়েকশ’ মানুষ।
ঘটনার পর হত্যা মামলা ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক দুটি মামলা দায়ের হয়। ২০১৮ সালে বিচারিক আদালত মামলার রায় ঘোষণা করে। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরও ১১ জনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও জরিমানার দণ্ডাদেশ দেওয়া হয়েছিল।
বর্তমানে হাইকোর্টের দেওয়া খালাস রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের শুনানি চলমান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।