বাড়ছে পোশাক রপ্তানির সম্ভাবনা
বিভিন্ন দেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ‘পাল্টা শুল্ক’ আরোপে যে পরিবর্তন এসেছে, তাতে তুলনামূলকভাবে লাভজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ। এর ফলে বাংলাদেশের তৈরি পোশাকের প্রতি মার্কিন ক্রেতাদের আগ্রহ আবারও বেড়ে গেছে। দীর্ঘদিনের পুরোনো ক্রেতারা ফিরছেন, পাশাপাশি নতুন ক্রেতারাও সম্ভাব্য রপ্তানি আদেশ নিয়ে যোগাযোগ শুরু করেছেন।
আগামী শীতের জন্য প্রাপ্ত রপ্তানি আদেশের কাজ শেষ হলেও, সাধারণত গ্রীষ্ম মৌসুমের আগে এই সময়ে আদেশ কম আসে। তবে এবার ব্যতিক্রম ঘটছে—ভারতসহ অন্যান্য দেশ থেকে উল্লেখযোগ্য পরিমাণ অর্ডার বাংলাদেশে স্থানান্তরিত হচ্ছে।
ফ্লোরেন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসনে কামার আলম জানান, “এক বছর ধরে মার্কিন ক্রেতাদের কাছ থেকে কোনো কাজ পাইনি। কিন্তু গত এক সপ্তাহে একাধিক নতুন-পুরোনো ব্র্যান্ডের সঙ্গে আলোচনায় বসেছি। এর মধ্যে একটি প্রতিষ্ঠান থেকে ১০ লাখ পিস পোশাকের অর্ডার পেয়েছি। আরও অর্ডার দেওয়ার ব্যাপারেও তারা আগ্রহ দেখিয়েছে।”
তিনি বলেন, আগে ওই প্রতিষ্ঠান ভারত থেকে পণ্য সংগ্রহ করত। কিন্তু যুক্তরাষ্ট্রের ‘পাল্টা’ ৫০ শতাংশ শুল্কের কারণে সেখান থেকে আদেশ সরিয়ে আনা হয়েছে। একইভাবে চীন থেকেও রপ্তানি আদেশ আসতে শুরু করেছে।
ট্রাম্প প্রশাসন শুরুতে বাংলাদেশের পোশাকে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করে, পরে তা ৩৫ শতাংশে নামায়। এতে রপ্তানি আদেশ স্থগিত ও বাতিল হয়েছিল। সরকারের সঙ্গে আলোচনার পর বর্তমানে এ হার ২০ শতাংশে নেমে এসেছে।
অন্যদিকে ভারতের পোশাকে ৫০ শতাংশ, চীনের পণ্যে প্রায় ৭৫ শতাংশ এবং ভিয়েতনামের ক্ষেত্রে বাংলাদেশের মতোই ২০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এতে প্রতিযোগিতায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
সোমবার থেকে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শুরু হয়েছে বিশ্বের বৃহত্তম টেক্সটাইল প্রদর্শনী। সেখানে অংশ নিয়েছে নারায়ণগঞ্জভিত্তিক প্যাসিফিক সোয়েটার্স। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদ বলেন, “প্রথম দিনেই একাধিক মার্কিন ক্রেতা নতুন অর্ডার নিয়ে আলোচনা করেছে। আগের বন্ধ হয়ে যাওয়া একটি বড় ব্র্যান্ডের অর্ডারও পুনর্বহালের প্রক্রিয়ায় আছে।”
ঢাকাভিত্তিক মার্কিন বায়িং হাউস ‘লিয়াং ফ্যাশনস’-এর কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের শুল্ক হ্রাসের ঘোষণার দিনই একটি ব্র্যান্ড ৭৬ হাজারের বেশি পণ্যের স্থগিত অর্ডার পুনরায় চালু করেছে। তাদের আশা, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আরও উল্লেখযোগ্য পরিমাণ রপ্তানি আদেশ বাংলাদেশে আসবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।