আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মানবতাবিরোধী অপরাধের মামলায় ষষ্ঠ সাক্ষী আজ রোববার (১৭ আগস্ট) আদালতে সাক্ষ্য দিচ্ছেন।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার, সদস্য বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরীর সমন্বয়ে তিন সদস্যের বেঞ্চ এ সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া পরিচালনা করছে।
এর আগে সর্বশেষ গত ৬ আগস্ট মামলার চতুর্থ ও পঞ্চম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। সেদিন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী রিনা মুরমু ও এনটিভির রংপুর প্রতিনিধি এ কে এম মঈনুল হক আদালতে সাক্ষ্য দিয়েছিলেন। এরও আগে আরও তিনজন সাক্ষ্য দিয়েছিলেন।
আজকের শুনানিতে প্রসিকিউশনের পক্ষে মিজানুল ইসলামসহ একাধিক আইনজীবী উপস্থিত আছেন। অন্যদিকে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে আসামি পক্ষের হয়ে আদালতে যুক্তি উপস্থাপন করছেন অ্যাডভোকেট আমির হোসেন। গ্রেপ্তার হওয়া সাবেক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার পক্ষের আইনজীবী হিসেবে আদালতে রয়েছেন যায়েদ বিন আমজাদ।
গত ১০ জুলাই ট্রাইব্যুনাল এ মামলায় তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয়। এর মধ্যে একজন আসামি দোষ স্বীকার করে সত্য উদ্ঘাটনে সহায়তা করতে রাজি হওয়ায় তাকে রাজসাক্ষী হিসেবে গ্রহণ করা হয়।
এর আগে ১৬ জুন দুইজন পলাতক আসামির ব্যাপারে গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছিল। তবে তারা আত্মসমর্পণ না করায় রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর মাধ্যমেই তাদের পক্ষে শুনানি পরিচালিত হয়।
গত বছরের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার গণআন্দোলনের সময় সংঘটিত ঘটনাকে ভিত্তি করে মামলাটি দায়ের করা হয়। ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর এটিই প্রথম মামলা যেখানে প্রসিকিউশন পক্ষ অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ এনেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।