ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) এবারও খেলছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে আসরের শুরুটা মোটেও আশানুরূপ হয়নি তার জন্য। প্রথম দুই ম্যাচেই ব্যাট-বলে বড় কোনো সাফল্য মেলেনি তার।
রোববার ভোরে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে মুখোমুখি হয় সাকিবের দল অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্স ও বার্বাডোজ রয়্যালস। আগে ব্যাট করে রয়্যালস তোলে ১৫১ রান। ইনিংসে আলো ছড়ান কুইন্টন ডি কক (৫৭) এবং অধিনায়ক রভম্যান পাওয়েল (অপরাজিত ৫১)। ফ্যালকন্সের হয়ে ২টি করে উইকেট নেন জেইডেন সিলস ও ওবেদ ম্যাককয়।
জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারালেও শেষ পর্যন্ত করিমা গোরের দুর্দান্ত ইনিংসে জয় পায় অ্যান্টিগা। তিনি একাই খেলেন ম্যাচ ঘুরিয়ে দেওয়া ৬৪ রানের ইনিংস। সাকিব ব্যাট হাতে করেন ১৩ রান, আর বল হাতে মাত্র এক ওভারে দেন ১৪ রান—উইকেট পাননি।
শেষদিকে ফ্যাবিয়ান অ্যালেন ঝড়ো ইনিংস খেলায় ২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় ফ্যালকন্স। ম্যাচে জয় এলেও সাকিবের পারফরম্যান্স নিয়ে সমর্থকদের মধ্যে হতাশা রয়ে গেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।