খুলনা-৬ (পাইকগাছা- কয়রা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা. মো. আব্দুল মজিদ (এমবিবিএস) গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। শনিবার (১৬ আগস্ট) সকালে পাইকগাছার লস্কর ইউনিয়নের বাইনতলা বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণ শেষে লস্কর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কে. এম. আসাদুজ্জামান খোকনের সভাপতিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বাবু তুষার কান্তি মন্ডল, আবুল কাশেম, কাজি মুজিবুর রহমান, মোস্তাকিম গাজী, আলমগীর হোসেন, আকিজ উদ্দিন বিশ্বাস, মনিরুজ্জামান মনি, হুরায়রা বাদশা, নেফুর জোয়াদ্দার, ডা. সাম্মাদ, কেরামত আলী, মুরশিদ কাগুজী, শহিদুর রহমান, আবু হানিফ মিলন, সদরুজ্জামান, আনারুল জোমাদ্দার, হযরত জোমাদ্দার, আজিজ গাইন, খালিদুর রহমান, আল আমিন, মান্নান গাইন, মোক্তার সরদার, আলম জোমাদ্দার, সাহেব আলী গাজী, নুরুজ্জামান মনা, রেজাউল গোলদার, কোব্বাত গাজী, জসিম মিস্ত্রি, ইদ্রিস ঢালী, শাহাবুদ্দিন গাজী, পূর্ণ চন্দ্র সরকার, উত্তম, মনিরুল গাজী, আব্দুল সরদার, বাদশা সানা, বিকাশ সানা, মজিবুর গাজী ও শফিকুল সানা প্রমুখ নেতৃবৃন্দ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।