বিশ্বমঞ্চে যাচ্ছেন সিদরাতুল মুনতাহা
ফুটবলে চাঁদপুরের বিস্ময় বালক সোহানের পর এবার দাবায় আলো ছড়াচ্ছেন নারায়ণগঞ্জের প্রতিভাবান কিশোরী সিদরাতুল মুনতাহা। বয়স মাত্র ১২ বছর, কিন্তু সাফল্যের ঝুলিতে যুক্ত করেছেন একের পর এক পদক। অনূর্ধ্ব-১০ থেকে অনূর্ধ্ব-১২ বয়সভিত্তিক বিভাগে জাতীয় ও জেলা পর্যায়ের নানা প্রতিযোগিতায় এরই মধ্যে জয় করেছেন মোট ১২টি পদক। তার লক্ষ্য এবার বিশ্ব দাবা অঙ্গনে নিজের রেটিং বাড়ানো।
এই স্বপ্ন পূরণের পথে বড় বাধা হয়ে দাঁড়ায় অর্থনৈতিক সংকট। চলতি বছরের ১৮ সেপ্টেম্বর কাজাখস্তানে শুরু হতে যাচ্ছে ফিদে ওয়ার্ল্ড ক্যাডেট দাবা চ্যাম্পিয়নশিপ, যেখানে অংশগ্রহণের সুযোগ পেলেও অর্থের অভাবে যাওয়া অনিশ্চিত হয়ে পড়ে মুনতাহার জন্য।
ঠিক তখনই বিষয়টি জানতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিভাবান এই কিশোরীর স্বপ্ন ভেঙে যেতে না দিয়ে তিনি এগিয়ে আসেন সহযোগিতার হাত বাড়িয়ে। তার নির্দেশে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক সরাসরি মুনতাহার হাতে আর্থিক সহায়তা পৌঁছে দেন এবং আশ্বাস দেন ভবিষ্যতেও তার সাফল্যের পথে পাশে থাকার।
মুনতাহা ও তার পরিবার এই সহায়তায় আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এখন তাদের চোখে একটাই স্বপ্ন—কাজাখস্তানের বিশ্বমঞ্চে লাল-সবুজের পতাকা উঁচিয়ে ধরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।