দেবহাটায় আদর্শ বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে মিট দ্যা স্টুডেন্টস অনুষ্ঠানে - জেলা প্রশাসক

আগের সংবাদ

মহেশপুরের সীমান্ত এলাকা থেকে ১৫টি স্বর্নের বার উদ্ধার

পরের সংবাদ

যশোরে দুর্বৃত্তদের হাতে একাধিক মামলার আসামি রেজাউল খুন

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫ , ৬:১৯ অপরাহ্ণ আপডেট: আগস্ট ১৩, ২০২৫ , ৬:১৯ অপরাহ্ণ

যশোরের সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে নিজ বাড়ির সামনের রাস্তায় দুর্বৃত্তদের হাতে নিহত হয়েছেন একাধিক মামলার আসামি রেজাউল ইসলাম (৫০)। মঙ্গলবার (১২ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ জানায়, নিহত রেজাউলের গলা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধিক কোপের চিহ্ন রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ‘সিরিয়াল কিলার’ মোখলেছুর রহমান নান্নুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন।

নিহতের ছেলে মেহেদি হাসান জানান, রাত সাড়ে ১২টার দিকে চায়ের দোকান থেকে ফেরার পথে দৌলতদিহি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে একদল সন্ত্রাসী তার বাবার ওপর অতর্কিত হামলা চালায়। তারা এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

স্বজনদের দাবি, গ্রামের কয়েকজন ব্যক্তির ইন্ধনে এ হত্যাকাণ্ড ঘটেছে। স্থানীয়রা জানান, নান্নুর ভারতে পালিয়ে যাওয়া ও মৃত্যুর পর রেজাউল প্রকাশ্যে সক্রিয় হন এবং খুন, জখম ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েন।

চুড়ামনকাটি সাজিয়ালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুর রউফ বলেন, “পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা রেজাউলকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত চলছে।”

যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এদিকে এই হত্যাকাণ্ডের পর দৌলতদিহি গ্রামে চরম আতঙ্ক বিরাজ করছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়