মোল্লাহাটে জুলাই অভ্যুত্থানে শহীদ মোঃ বিপ্লব শেখের প্রতি শ্রদ্ধা নিবেদন প্রশাসনের

আগের সংবাদ

মিনাজ নদীতে পানি চলাচলে প্রতিবন্ধকতা আছে কি না—পরিদর্শনে লস্কর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

পরের সংবাদ

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-এ বেলুন বিস্ফোরণে আহত অন্তত ১০, দগ্ধ ৮ জন ভর্তি

প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫ , ৭:২৭ অপরাহ্ণ আপডেট: আগস্ট ৫, ২০২৫ , ৭:২৭ অপরাহ্ণ

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বেলুন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৩টার দিকে অনুষ্ঠানস্থলে বেলুন ফাটার ফলে অন্তত ১০ জন আহত হন। এর মধ্যে দগ্ধ অবস্থায় ৮ জনকে উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

ঘটনাটি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

আয়োজক সূত্রে জানা যায়, ঠিক এক বছর আগে ২০২৪ সালের ৫ আগস্ট দুপুর ২টা ২৫ মিনিটে, শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার মুহূর্তটি স্মরণ করতেই আজকের এ আয়োজনে ‘হেলিকপ্টার বেলুন’ উড়ানো হয়। সেই প্রতীকী মুহূর্তকে স্মরণীয় করে রাখতে গ্যাসভর্তি বেলুন ব্যবহার করা হয় বলে জানান আয়োজকরা। তবে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়