পাইকগাছা উপজেলা প্রশাসনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

আগের সংবাদ

ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের জন্য শ্যামনগরে বিএনপির বিজয় মিছিল

পরের সংবাদ

আশাশুনিতে ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিল ও সমাবেশ

প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫ , ৪:৪৯ অপরাহ্ণ আপডেট: আগস্ট ৫, ২০২৫ , ৪:৪৯ অপরাহ্ণ

ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সাতক্ষীরার আশাশুনিতে এক বিশাল গণমিছিল ও সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় আশাশুনি উপজেলা জামায়াত কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংক মোড়ে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আনওয়ারুল হক।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুস সবুর, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি চেয়ারম্যান মাওলানা আবু বকর সিদ্দীক, উপজেলা নায়েবে আমির মাওলানা নুরুল আবছার মুর্তাজা, সাবেক উপজেলা আমির ডা. নুরুল আমিন এবং আদর্শ শিক্ষক পরিষদের নেতা প্রভাষক দীপ্র কুমার মণ্ডল প্রমুখ।

বক্তারা বলেন, “জাতীয় মুক্তি দিবস স্মরণে আজকের এই সমাবেশ একটি প্রতিজ্ঞার প্রতীক—যে বাংলাদেশ ২ হাজার শহীদের রক্তে স্নাত হয়ে পুনর্জন্ম নিয়েছে, সেই বাংলাদেশ হবে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র।”

তাঁরা আরও বলেন, “৩০ হাজার আহত ছাত্র-জনতার সুচিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা এখন সময়ের দাবি। আমরা অবিলম্বে ‘জুলাই সনদ’ প্রকাশ এবং তা সংবিধানে অন্তর্ভুক্ত করার আহ্বান জানাই।”

সমাবেশে বক্তারা বিগত শাসকদের বিরুদ্ধে ফ্যাসিবাদী আচরণেরও নিন্দা জানান এবং নতুন বাংলাদেশে আর কোনো লুটেরা, দুর্নীতিবাজ ও চাঁদাবাজের ঠাঁই হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি ডা. রোকনুজ্জামান, মাওলানা আব্দুল বারী, অফিস সম্পাদক মাওলানা রুহুল কুদ্দুস, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাওলানা শাহজাহান আলী, বাইতুলমাল সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা রিয়াছাত আলী, আইবিডব্লিউএফ সভাপতি এবিএম আলমগীর পিন্টু এবং সদর ইউনিয়নের আমির হাফেজ আব্দুল্লাহ প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়