ইংল্যান্ডের মাটিতে ৩৫ রান দূরে দাঁড়িয়ে থাকা ইংলিশদের মুখ থেকে শেষ দিনে জয় ছিনিয়ে নিল ভারত! ওভালের শেষ টেস্টে চমকপ্রদ বোলিংয়ে ৬ উইকেটে জয় তুলে নিয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ২-২ সমতায় শেষ করেছে শুভমন গিলের নেতৃত্বাধীন ভারত।
শেষ দিনে ইংল্যান্ডের দরকার ছিল মাত্র ৩৫ রান, হাতে ৪ উইকেট। তবে দিনের শুরুতেই জেমি স্মিথের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় ভারত। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারত ২২৪ রানে গুটিয়ে যায়। করুন নায়ার করেন সর্বোচ্চ ৫৭ রান। জবাবে ইংল্যান্ড করে ২৪৭ রান। তাদের পক্ষে হ্যারি ব্রুক ৫৩ ও বেন ডাকেট করেন ৪৩ রান। বল হাতে গাস অ্যাটকিনসন ৫ ও জস টঙ ৩ উইকেট নেন। ভারতের সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা নেন ৪টি করে উইকেট।
দ্বিতীয় ইনিংসে উইকেট ব্যাটিং সহায়ক হয়ে ওঠে। জশস্বী জয়সোয়ালের অনবদ্য সেঞ্চুরি (১৬৪ বলে ১১৮ রান), আকাশ দীপের ৬৬, জাদেজার ৫৩ এবং ওয়াশিংটন সুন্দর ও ধ্রুব জুরেলের কার্যকরী ইনিংসে ভারত তোলে ৩৯৬ রান। ফলাফলস্বরূপ ইংল্যান্ডকে জয়ের জন্য ৩৭৪ রানের টার্গেট দেয় ভারত।
শেষ দিনে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড ৩৫ রানের মধ্যে হারিয়ে ফেলে বাকি চারটি উইকেট। ভারতের বোলিং আক্রমণে মাথা তুলেই দাঁড়াতে পারেনি তারা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।