বাংলাদেশ স্কাউটস-এর সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে নড়াইলের লোহাগড়ায় অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী স্বাস্থ্য সচেতনতা বিষয়ক ওয়ার্ক ক্যাম্প এবং উপদল নেতা (পেট্রোল লিডার ও ষষ্ঠক নেতা) প্রশিক্ষণ কোর্স।
নড়াইল জেলা স্কাউটসের ব্যবস্থাপনায়, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই কোর্সটির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গতকাল শনিবার (২ আগস্ট)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি শারমিন আক্তার জাহান।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদ, বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের সম্পাদক মোঃ আক্তারুজ্জামান, সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য বিভাগের যুগ্ম আহ্বায়ক মোঃ সাঈদ বাসিত, উপপরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ও লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. হায়াতুজ্জামান।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন স্কাউট লিডার সিদ্দিকুর রহমান। সার্বিক সহযোগিতায় ছিলেন স্কাউট লিডার শাহীনুর রহমান টিটো, শাহ আলম, সুরুজ, সাহেব আলী, রিজাউল ইসলাম, বিপ্লব কুমার, এ্যানি রায়, রোমানা খানম সহ নড়াইল সদর ও কালিয়া উপজেলার অন্যান্য স্কাউট লিডারবৃন্দ।
ক্যাম্পে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্যরা অংশগ্রহণ করে নেতৃত্ব ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।