জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনগণের আস্থা পুনরুদ্ধার ও ভোটারদের কেন্দ্রে ফিরিয়ে আনা নির্বাচন কমিশনের অন্যতম প্রধান চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ.এম.এম নাসির উদ্দিন।
শুক্রবার সকালে খুলনায় নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।
সিইসি বলেন, “ভোটারদের কেন্দ্রমুখী করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা চাই, জনগণ আস্থা নিয়ে ভোটকেন্দ্রে আসুক।” তিনি আরও বলেন, “রাতের আঁধারে নির্বাচন আর হবে না। রাতের বেলায় কোনো ধরনের কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। দিনের আলোতেই স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে।”
এ সময় তিনি বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার অপতথ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তার ভাষায়, “ভুয়া তথ্য এবং AI প্রযুক্তির অপপ্রয়োগ এখন অস্ত্রের চেয়েও ভয়ঙ্কর হুমকি হয়ে দাঁড়িয়েছে।” এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন তিনি।
সভায় খুলনার বিভিন্ন পর্যায়ের নির্বাচন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।