যশোর কালেক্টরেট মসজিদ কমপ্লেক্স মার্কেট

যশোর কালেক্টরেট মসজিদ কমপ্লেক্স মার্কেট কাপড় ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি মঈন উদ্দিন

আগের সংবাদ

নির্বাচন নিয়ে ভিন্ন অবস্থানে বিএনপি, জামায়াত আর এনসিপি একমত

পরের সংবাদ

প্রশ্ন উঠছে, শিক্ষার্থীদের রাজনৈতিক দল এনসিপি

আ. লীগ বিরোধিতাকে পুঁজি করেই কি রাজনীতি করতে চায় ?

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৫ , ৮:২৪ অপরাহ্ণ আপডেট: জুলাই ২৫, ২০২৫ , ৮:৩৫ অপরাহ্ণ

গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আত্মপ্রকাশের প্রায় পাঁচ মাস পেরিয়ে গেলেও দলটির নিজস্ব কোনো মতাদর্শ কিংবা নীতি স্পষ্টভাবে দেখা যায়নি।

বরং নানা প্রেক্ষাপটে আওয়ামী লীগ বিরোধিতার বিষয়গুলোই দলটির মূল এজেন্ডা হিসেবে সামনে এসেছে। একইসাথে এনসিপির দলীয় কর্মসূচি পালনের ক্ষেত্রে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীগুলোর সহায়তা নিয়েও হচ্ছে নানা আলোচনা। প্রশ্ন উঠছে, আওয়ামী লীগ বিরোধিতাকে পুঁজি করেই দলটি তাদের রাজনীতি এগিয়ে নিতে চাইছে কিনা। খবর বিবিসি‘র

যদিও এমন অভিযোগ একেবারেই নাকচ করছেন দলটির নেতারা।

তাদের ভাষায়, আওয়ামী লীগের বিচার চাওয়া এনসিপির বর্তমান কর্মসূচির অংশ। দীর্ঘমেয়াদে বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার ও মানবিক মর্যাদাকে সমুন্নত করাই এনসিপির লক্ষ্য।

অবশ্য, কথার সঙ্গে দলটির নেতাদের কাজে মিল পাচ্ছেন না বিশ্লেষকরা।

তারা বলছেন, একাধিক ঘটনায় আওয়ামী লীগ বিরোধিতার ওপর ভর করে এনিসিপির এগোনোর যে বিষয়টি দৃশ্যমান হচ্ছে, তা রাজনীতির মাঠে দলটির জন্য “হিতে বিপরীত” হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়