স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের প্রথা বাতিল হচ্ছে। এ সংক্রান্ত চারটি আইনের সংশোধনী ইতোমধ্যে উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন পেয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব।
বৃহস্পতিবার (২৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক প্রস্তাবিত সংশ্লিষ্ট চারটি আইনের সংশোধন অনুমোদন পেয়েছে। এর ফলে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না।”
এই সিদ্ধান্তের ফলে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা ও সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীরা ভবিষ্যতে নির্দলীয়ভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।