যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া মালিপাড়া এলাকায় একটি মসজিদের গেট চুরি করতে গিয়ে হাতে-নাতে ধরা পড়েছেন এক ব্যক্তি। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পবিত্র মসজিদের গেট খুলে নিয়ে যাওয়ার সময় সন্দেহ হলে তারা তাৎক্ষণিকভাবে অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে। পরে তার দেহ তল্লাশি করে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি প্রাথমিকভাবে জানিয়েছে, তার বাড়ি ঝিকরগাছা উপজেলার খলসি গ্রামে।
স্থানীয় এক মসজিদ কমিটির সদস্য বলেন,
“একদিকে গেট চুরি, অন্যদিকে মাদক—দুটোই ধর্মীয় ও সামাজিক দিক থেকে অত্যন্ত নিন্দনীয়। আমরা তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছি। চাই দৃষ্টান্তমূলক শাস্তি।”
পুলিশ জানিয়েছে, এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছিল। তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।