উত্তরার দুর্ঘটনায় নিহত পাইলট তৌকির ইসলামের ফিউনারেল প্যারেড ও জানাজা সম্পন্ন

আগের সংবাদ

গুলিস্তানে ধাওয়া-পাল্টাধাওয়া: শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষে উত্তপ্ত রাজপথ

পরের সংবাদ

“আমি পালাবো না, সব টাকা ফেরত দেবো” — আদালতে কাঁদলেন নজরুল

প্রকাশিত: জুলাই ২২, ২০২৫ , ৬:১৫ অপরাহ্ণ আপডেট: জুলাই ২২, ২০২৫ , ৬:১৫ অপরাহ্ণ

৭৮১ কোটি টাকার দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও অর্থপাচারের অভিযোগে কারাগারে থাকা নাসা গ্রুপের কর্ণধার ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার মঙ্গলবার (২২ জুলাই) জামিন শুনানিতে আদালতের কাছে বলেন,
“আমি সব টাকাই শোধ করে দেবো। আমাকে জামিন দিন, আমি পালিয়ে যাবো না।”

ঢাকার মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালতে জামিন শুনানিতে দাঁড়িয়ে এ আবেদন করেন তিনি।

কী বললেন নজরুল ইসলাম?

আদালতের অনুমতি পেয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে নজরুল ইসলাম বলেন:

“১৯৯০ সালে ১০ লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিলাম, আজ তা ৩০ হাজার কোটিতে। আমার প্রতিষ্ঠানে প্রায় ৩ লাখ মানুষ কাজ করে, তাদের বেতন দিতে হয় ৬০-৬৫ কোটি টাকা মাসে। আমি জেলে থাকলে তারা সবাই ক্ষতিগ্রস্ত হবে।”

তিনি আরও বলেন:

“আমার দুই ছেলে লন্ডনে, ব্যবসা দেখার মতো কেউ নেই। আগে আমার ৮০-৯০টা ট্রাক ছিল, এখন আছে মাত্র ২০টা। আমাকে জামিন দিন, আমি সব টাকা পরিশোধ করব।”

আদালতের উত্তর

বিচারক জবাবে বলেন:
“জেল থেকে থেকেই টাকা পরিশোধ করুন। ধৈর্য ধরুন। জামিন পাবেন।”
এরপর উভয় পক্ষের শুনানি শেষে আদালত নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেন।

মামলার পেছনের গল্প

  • মামলার অভিযোগ: ৭৮১ কোটি ৩১ লাখ ২২ হাজার টাকা আত্মসাৎ ও অর্থপাচার

  • বাদী: দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ

  • মামলা দায়ের: ১৬ ফেব্রুয়ারি ২০২৫

  • গ্রেপ্তার: ১ অক্টোবর রাতে, গুলশান থেকে ডিবি পুলিশের হাতে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়