ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম-এর ফিউনারেল প্যারেড ও জানাজা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) ঢাকার কুর্মিটোলা বিমান ঘাঁটিতে মরদেহের প্রতি সর্বশেষ শ্রদ্ধা জানাতে এই আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, তিন বাহিনীর প্রধানগণ ও অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা।
ফিউনারেল প্যারেড কী?
ফিউনারেল প্যারেড মূলত কোনো সামরিক কর্মকর্তার মৃত্যুর পর আয়োজিত একটি সম্মানসূচক আনুষ্ঠানিকতা, যেখানে মরদেহকে সামরিক নিয়মে বিদায় জানানো হয়। এই প্যারেডে অংশ নিয়ে সামরিক বাহিনী মৃত সহকর্মীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করে।
উল্লেখ্য, সোমবার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ চলাকালে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পড়ে। এতে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম নিহত হন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।