রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান উড্ডয়নের মাত্র ১২ মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয়েছে। বিমানটি সরাসরি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মূল ভবনে আঘাত হানে। এই ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৯ জনের মৃত্যুর খবর এবং শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমানবাহিনীর এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমানটি আজ দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর নিশ্চিত করেছে যে, বিমানটি দুপুর ১টা ১৮ মিনিটে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মূল ভবনে বিধ্বস্ত হয়। অর্থাৎ, উড্ডয়নের মাত্র ১২ মিনিটের মধ্যেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ও উদ্ধারকারী দল কাজ করছে। এছাড়াও, বিমানবাহিনীর সদস্যরাও দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার তৎপরতায় অংশ নিচ্ছেন। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি এবং এ বিষয়ে তদন্ত চলছে।
এই ভয়াবহ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং উদ্ধার অভিযান পুরোদমে চলমান রয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে দ্রুত ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।