মনিরামপুরে বোমা-নাশকতা মামলায় আওয়ামী লীগের ৫ নেতা গ্রেফতার!

আগের সংবাদ

উত্তরায় বিমান বিধ্বস্ত: মাইলস্টোন স্কুলে আগুন, নিহত অন্তত ১৯, আহত শতাধিক

পরের সংবাদ

মুজিবনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদককে হুমকি ও সাংবাদিকের পিতাকে মারধরের অভিযোগ

প্রকাশিত: জুলাই ২১, ২০২৫ , ৫:০৯ অপরাহ্ণ আপডেট: জুলাই ২১, ২০২৫ , ৫:০৯ অপরাহ্ণ

ভূমিকদস্যু আখ্যা দিয়ে ভিডিও ধারণ, ঘরের প্রাচীর ভাঙচুর; অভিযোগ শিহাব নামের এক ব্যক্তির বিরুদ্ধে
মেহেরপুরের মুজিবনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মুজিবনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান মোস্তাফিজুর রহমানকে হুমকি, অকথ্য ভাষায় গালিগালাজ ও ভূমিদস্যু আখ্যা দিয়ে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। একই ঘটনায় নিউজ-২৪ এর মেহেরপুর জেলা প্রতিনিধি সানোয়ার হোসেন ডালিমের পিতাকে মারধর ও তার ঘরের প্রাচীর ভাঙচুরের অভিযোগ উঠেছে ভবেরপাড়া গ্রামের শিহাব নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

আজ রবিবার (২০ জুলাই, ২০২৫) সকালে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের গেট সংলগ্ন সাংবাদিক ডালিমের নিজ জমিতে ঘর মেরামতের সময় এই ঘটনা ঘটে। অভিযুক্ত শিহাব একই এলাকার বাবলু ডাক্তারের ছেলে।

জমির মালিকানা ও আইনি প্রক্রিয়া
জানা গেছে, সানোয়ার হোসেন ডালিম ২০১১ সালে ভবেরপাড়া মৌজার ৯৬১ খতিয়ানের ১৯১৫ দাগে ০৩৫০ শতক জমি ক্রয় করেন। অভিযোগ রয়েছে, অভিযুক্তরা রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে ক্রয়কৃত ওই জমি দীর্ঘদিন ধরেই অবৈধভাবে দখল করে রেখেছিলেন। পরে জমি নিজ দখলে নিতে ডালিম মুজিবনগর উপজেলা প্রশাসন বরাবর অবৈধভাবে দখল উচ্ছেদ প্রতিরোধের আবেদন করেন।

আবেদনের প্রেক্ষিতে গত ২০ মার্চ সরকারি সার্ভেয়ারসহ উভয়পক্ষের আমিন ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জমির সীমানা নির্ধারণ করে প্রশাসন ডালিমকে জমি বুঝিয়ে দেয়।

হামলার বিস্তারিত বিবরণ
গত ১ জুলাই ডালিম ওই জায়গায় থাকা একটি ঘর মুজিবনগর প্রেস ক্লাবকে মাসিক চুক্তিতে ভাড়া দেন। সে অনুযায়ী ওই জায়গায় থাকা ঘরটি মেরামতের কাজ চলছিল। আজ রবিবার সকালে ডালিমের পিতা হায়দার আলী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাসান মোস্তাফিজুর রহমানকে ঘরটি কিভাবে সংস্কার করতে হবে, তা দেখিয়ে দেওয়ার জন্য ডাকেন। এসময় বাবলু ডাক্তারের স্ত্রী রশিদা খাতুন ও ছোট ছেলে শিহাব ঘটনাস্থলে এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং কাজ বন্ধ করতে বলে। কাজ বন্ধ না হলে ঘটনাস্থলে রক্তের বন্যা বয়ে যাবে বলে হুমকি প্রদান করতে থাকে।

এসময় কর্মরত লেবারদের দিকে ইট হাতে তেড়ে আসে এবং নির্মাণাধীন ঘরের দেওয়াল লাথি দিয়ে ভেঙে দেয়। সে সময় সাংবাদিক ডালিমের পিতা হায়দার আলী বাধা দিতে গেলে তাকে লাঞ্ছিত করা হয় এবং তার পরনের কাপড় ধরে টানা হেঁচড়া করে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে এ ঘটনার ভিডিও ধারণ করায় মুজিবনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদককে ভূমিদস্যু, জমি দখলকারী সহ অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়।

ভুক্তভোগীদের বক্তব্য ও শিহাবের স্বীকারোক্তি
এ বিষয়ে হায়দার আলী বলেন, “ক্রয় সূত্রে জায়গাটি আমার ছেলের। দীর্ঘদিন অভিযুক্তরা জায়গাটি দখল করেছিলো। আমরা আইনী সহায়তার মাধ্যমে জায়গাটি পেয়েছি। আমাদের খারিজ, খাজনা, হোল্ডিং সবকিছু ঠিক আছে। জায়গাটি মুজিবনগর প্রেস ক্লাবের জন্য মাসিক চুক্তিতে ভাড়া দিয়েছি, যে কারণে ঘরটি মেরামতের কাজ চলছে। কাজ চলমান থাকা অবস্থায় শিহাব এসে গালাগালি শুরু করে এবং কাজ বন্ধ করতে বলে। কেন কাজ বন্ধ হবে জানতে চাইলে সে আমার উপর চড়াও হয় এবং ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমাকে আহত করে।”

মুজিবনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান মোস্তাফিজুর রহমান বলেন, “বর্তমানে মুজিবনগর প্রেস ক্লাবের জায়গাটি সংকীর্ণ হওয়ায় নতুন ওই জায়গাটি আমরা চুক্তিভিত্তিক ভাড়া নিয়েছি। সেখানে ক্লাবের ঘর মেরামতের কাজ চলছিলো। আমি সেখানে গেলে শিহাব ও তার মা রশিদা খাতুন আমার উপরেও চড়াও হয়। আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেয়।” গালিগালাজ ও হুমকির বিষয়ে তিনি আরও জানান, প্রেসক্লাবের সকল সদস্যের সাথে আলোচনা করে গালিগালাজকারী ও হুমকি দাতার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ বিষয়ে শিহাবের কাছে জানতে চাইলে তিনি বলেন, “আজকে ওরা ঘরের প্রাচীর দিচ্ছিল আমি সেখানে যেয়ে বাধা দিই এবং প্রাচীর ভেঙ্গে দিই।”

সেনাবাহিনীর হস্তক্ষেপ
পরে আইনগত সহায়তার জন্য সেনাবাহিনীর কাছে গেলে তারা উভয়পক্ষের সাথে বসে মীমাংসার আশ্বাস দেন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয় সাংবাদিক মহলে নিন্দার ঝড় উঠেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়