বহিরাগতদের দখলে মুক্তিযোদ্ধা মার্কেট,প্রশাসনের নাকের ডগায় চলছে চাঁদাবাজি

আগের সংবাদ
গাছের চারা বিতরণ

পাইকগাছায় কৃষক ও শিক্ষার্থীদের মাঝে ৮ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ

পরের সংবাদ

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

প্রকাশিত: জুলাই ২১, ২০২৫ , ৩:১৬ অপরাহ্ণ আপডেট: জুলাই ২১, ২০২৫ , ৩:১৬ অপরাহ্ণ
উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

রাজধানীর উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার দুপুরের দিকে উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাস এলাকায় এটি বিধ্বস্ত হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম বলেন, আমি পাঁচ মিনিট আগে শুনতে পেরেছি মাইলস্টোন কলেজে এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি এবং বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।
এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না এখনও সে বিষয়ে কিছু জানা যায়নি।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আমরা দুপুর ১টা ১৮ মিনিটে সংবাদ পেয়েছি যে উত্তরা মাইলস্টোন কলেজের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে আমাদের তিনটি ইউনিট কাজ করছে। আরও দুটি ইউনিট রাস্তায় আছে। এই বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য আমাদের কাছে এই মুহূর্তে নেই।
সরেজমিনে গিয়ে জানাযায় এটি বিমান বাহিনীর এফ ৭ প্রশিক্ষণ বিমান। বিমানটি পরিচালনার দায়িত্বে ছিলেন স্কোয়াডন লিডার তৌকির। বর্তমানে তার অবস্থা সম্পর্কে কোন কিছু এখনো পর্যন্ত কেউ নিশ্চিত হতে পারেননি। আইএসপিআর থেকে জানানো হয়েছে বিমানটি ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছেন। মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে অনেকেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। বর্তমানে সেখানে পুলিশ, সেনা ও র‍্যাব সদস্যরা উদ্ধার অভিযানে অংশগ্রহণ করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়