এনসিপি ও জামায়াত সরকারের ছত্রছায়ায় বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করছে: বাচ্চু মোল্লা

আগের সংবাদ

নিবন্ধনের শর্ত পূরণে ব্যর্থ ১৪৪টি দল, ইসির সময়সীমা বেঁধে দিল

পরের সংবাদ

কালিগঞ্জে যুবলীগ নেতাকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

প্রকাশিত: জুলাই ২১, ২০২৫ , ১১:২৭ পূর্বাহ্ণ আপডেট: জুলাই ২১, ২০২৫ , ১১:২৭ পূর্বাহ্ণ
সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশের নিকট থেকে যুবলীগ নেতা আফছার উদ্দীনকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম। ঘটনাটি রবিবার সকালে উপজেলার পারুলগাছা মোড়েই ঘটেছে। উপজেলা এলাকায় বইছে নিন্দার ঝড়।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানাগেছে, সরকার উৎখাতের পরিকল্পনা, নাশকতার পায়তারাসহ বিভিন্ন অভিযোগে কালিগঞ্জ উপজেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক আফছার উদ্দীনকে  রবিবার (২০ জুলাই-২৫) সকাল সাড়ে ৯টায় পারুলগাছা যুবলীগের অফিসের সামনে থেকে আটক করে থানা পুলিশ।
খবর পেয়ে পথিমধ্যে থেকে আমার লোক পরিচয় দিয়ে পুলিশের নিকট থেকে দুষ্কৃতকারী যুবলীগ নেতাকে ছাড়িয়ে নিলেন উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সেক্রেটারী প্রার্থী জাহাঙ্গীর আলম। এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় বিএনপি, জামায়াতসহ সমমনা দলের নেতাকর্মী আর সমর্থকদের মাঝে নিন্দার ঝড় বইছে।
এ ব্যাপারে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ হাফিজুর রহমানের নিকট জানতে চাইলে তিনি বলেন অভিযোগের প্রেক্ষিতে চিহৃিত ডেভিল যুবলীগ নেতা আফছার উদ্দীনকে আটক করা হয়। কিন্তু বিএনপি নেতা জাহাঙ্গীর সাহেব আমার লোক ধরেছেন ছেড়ে দিতে হবে। একপর্যায়ে আসামী ছেড়ে দিতে হয়েছে। বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের নিকট ঘটনার সত্যতা জানতে চাইলে তিনি বলেন আফছার আমার পরিষদের মেম্বর তাই ছাড়িয়ে নিয়েছি।
এসময়ে জাহাঙ্গীর আলমের সাথে ইউনিয়ন বিএনপির সার্স কমিটির সদস্য মাহমুদ মোস্তফা, সার্স কমিমিটির সদস্য সফিরুদ্দীন, বিষ্ণুপুর ইউনিয়ন ছাত্রদলের সেক্রেটারী ইউসুফ হোসেন, ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি সিরাজুল ইসলাম রাজু। অপরদিকে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম বলেন আফাছার উদ্দীন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপি জামায়াতের বহু নেতাকর্মীকে মামলায় জড়িয়ে ক্ষয়ক্ষতি করিয়েছে। এখনও তার দলের নানান কর্মকান্ড চালাচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়