ভ্যানচালককে গাছে বেঁধে নির্যাতন ও ছিনতাই: থানায় অভিযোগ

আগের সংবাদ

কালিগঞ্জে যুবলীগ নেতাকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

পরের সংবাদ

এনসিপি ও জামায়াত সরকারের ছত্রছায়ায় বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করছে: বাচ্চু মোল্লা

প্রকাশিত: জুলাই ২১, ২০২৫ , ১০:৪৫ পূর্বাহ্ণ আপডেট: জুলাই ২১, ২০২৫ , ১১:০৯ পূর্বাহ্ণ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা বলেছেন, যাদের নাক চিপলে দুধ বের হয় সেই এনসিপি ও স্বাধীনতাবিরোধী জামায়াত সরকারের ছত্রছায়ায় বসে বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করছে। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও নেতাদের বিরুদ্ধে কটূক্তি না করে এনসিপি ও জামায়াত নেতারা ভোটের মাঠে আসুন, জনগণের কাছে কোন দলের জনপ্রিয়তা বেশি তা প্রমাণ হয়ে যাবে।

রোববার (২০ জুলাই) বিকালে দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তিমূলক মন্তব্যের প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে থানা বাজারে গিয়ে শেষ হয়।

পরে দৌলতপুর থানার সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা বলেন, বাংলাদেশের সব থেকে জনপ্রিয় দল বিএনপি। বাংলাদেশ স্বাধীনের পর থেকে বিএনপি একাধিকবার জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় এসে সফলভাবে দেশ পরিচালনা করেছে। ফ্যাসিস্ট হাসিনা বিগত ১৬ বছর গুম, খুন, নির্যাতন করেও বিএনপিকে দাবিয়ে রাখতে পারেনি। আগামীতেও বিএনপিকে দাবিয়ে রাখা যাবে না।

বাচ্চু মোল্লা বলেন, জুলাই-আগস্টে ছাত্ররা স্বৈরাচার হাসিনা হঠাও আন্দোলনে ভূমিকা রেখেছে সে জন্য তাদের আমরা ধন্যবাদ জানাই। কিন্তু একটি কথা মনে রাখতে হবে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা হঠাও আন্দোলনে ১৬ বছর ধরেই বিএনপি রাজপথে থেকেছে। বিএনপি ও অঙ্গ সংগঠনের বহু নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে।

রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা আরো বলেন, লন্ডনে আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চ মাসের মধ্যে নির্বাচন হওয়ার যে কথা হয়েছে তা বাস্তবায়ন করতে হবে। কারো ষড়যন্ত্রে নির্বাচন পেছাতে চাইলে বিএনপি বসে থাকবে না। বিএনপি আবারো রাজপথে নামতে বাধ্য হবে। বিক্ষোভে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যে যা ষড়যন্ত্র করুক আপনারা বিএনপির নেতাকর্মীরা নির্বাচনের প্রস্তুতিপ্রতিনিধিঃ নিন। আপনারা মাঠে থাকুন। দৌলতপুরের মাঠি বিএনপির ঘাঁটি। আগামী নির্বাচনে এই আসনে যাকে মনোনয়ন দেয়া হবে আমরা তাকেই বিপুল ভোটে বিজয়ী করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে আসনটি উপহার দেব।

বিক্ষোভ সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ, উপজেলা বিএনপির নেতা অধ্যাপক রেজাউল করিম, শামীম আহম্মেদ মোল্লা, হারুন অর রশিদ, গোলাম মোস্তফা, মাহবুব লস্কর, ফজলুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল হক শামীম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেলসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়