কারফিউ-সেনা মোতায়েনেও থামেনি রক্তাক্ত আন্দোলন: ২০ জুলাই নিহত ২৬

আগের সংবাদ

বর্ষায় আম গাছের পরিচর্যা।

পরের সংবাদ

বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ দুই চোরাকারবারি আটক

প্রকাশিত: জুলাই ২০, ২০২৫ , ১২:২৩ অপরাহ্ণ আপডেট: জুলাই ২০, ২০২৫ , ১২:২৩ অপরাহ্ণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গাড়ির টুলবক্সে লুকানো প্রায় দুই কোটি টাকার স্বর্ণসহ দুই স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শনিবার (১৯ জুলাই) সকালে বিমানবন্দরের ১ ও ২ নম্বর ক্যানোপির মধ্যবর্তী স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আটককৃতদের নাম শরীফুল আলম (৩০) এবং মো. জুবায়ের (৩৬)। এপিবিএনের কর্মকর্তারা জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ৩৭-৫২৫৪) নিয়ে পালানোর চেষ্টা করে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে গাড়িটি থামিয়ে তাদের আটক করেন।

পরে তল্লাশির সময় শরীফুল ও জুবায়েরের দেওয়া তথ্য অনুযায়ী গাড়ির সিটের মাঝখানে থাকা টুলবক্সে লুকিয়ে রাখা স্বর্ণের একটি ব্যাগ উদ্ধার করা হয়। কফি রঙের ব্যাগটির ভেতরে ছিল মোট ১৩টি স্বর্ণবার, যার মোট ওজন ১ কেজি ৫৭৮ গ্রাম। বাজারমূল্যে যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৯৩ লাখ ৪০ হাজার টাকা।

ঘটনার পর বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়