গণহত্যার বিচার ও খেলাফত প্রতিষ্ঠার দাবিতে উত্তাল গণসমাবেশ

আগের সংবাদ

দীর্ঘ ২০ বছরের কোমা শেষে না ফেরার দেশে সৌদি রাজপুত্র আল ওয়ালিদ

পরের সংবাদ

শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, মোবাইল কোর্টে জরিমানা

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫ , ৯:৫৮ অপরাহ্ণ আপডেট: জুলাই ১৯, ২০২৫ , ৯:৫৮ অপরাহ্ণ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে গোলাম রসুল মোড়ল (৪৫) নামে এক বালু ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সকালে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নসংলগ্ন নদী এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসনের নির্দেশে এবং নীলডুমুর (১৭) ব্যাটালিয়নের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন শ্যামনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ রনী খাতুন।
তিনি জানান, বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘনের অভিযোগে গোলাম রসুল মোড়লকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে বিজিবির মেজর সুসমিত সোবন দাস, সুবেদার আব্দুর লতিফসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাম রসুল মোড়ল খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলি গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে দুর্গাবাটি এলাকায় পানি উন্নয়ন বোর্ডের এক ঠিকাদারের কাছে সরবরাহ করতেন। এছাড়া, তিনি স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের আশ্রয়ে দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলেও অভিযোগ রয়েছে।
ইউএনও রনী খাতুন বলেন,গোলাম রসুল মোড়লসহ কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করে ব্যবসা পরিচালনা করছিলেন এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। ঘটনাস্থলে তার দোষ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্টে তাকে জরিমানা করা হয়।
তিনি আরও বলেন,বালু মহল ছাড়া উপজেলার কোথাও অবৈধভাবে বালু উত্তোলন করে কেউ ব্যবসা করতে পারবে না। পরিবেশ ও জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি হয় এমন কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়