সাতক্ষীরা জেলা তরুণ দলের নতুন আহ্বায়ক কমিটি গঠিত
সাতক্ষীরা: সাতক্ষীরা জেলার তরুণদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে সম্প্রতি গঠিত হলো সাতক্ষীরা জেলা তরুণ দলের আহ্বায়ক কমিটি। এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুলতান মাহমুদ এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন আবুল বাশার। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মাহবুব রহমান। ৫১ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই, ২০২৫) বিকেলে কেন্দ্রীয় সংসদের সভাপতি আবু বকর সিদ্দীক এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের যৌথ সিদ্ধান্তে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত এই আহ্বায়ক কমিটির মাধ্যমে জেলার যুব সমাজকে সংগঠিত করে সামাজিক-রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করার লক্ষ্য গ্রহণ করা হয়েছে।
আহ্বায়ক সুলতান মাহমুদ বলেন, “আমরা তরুণদের শক্তিকে সমাজ ও দেশের উন্নয়নে কাজে লাগাতে চাই। এই কমিটি হবে একটি উদ্যমী, সুশৃঙ্খল ও গণমুখী প্ল্যাটফর্ম।” তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই কমিটির মাধ্যমে সাতক্ষীরার তরুণরা দেশ ও জাতির গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।