পাইকগাছায় তুচ্ছ ঘটনায় স্বজনদের হাতাহাতি দেখে বৃদ্ধার মৃত্যু

আগের সংবাদ

যশোরে উদ্বেগজনক আইনশৃঙ্খলা পরিস্থিতি: ৩ মাসে ১৮ হত্যাকাণ্ড

পরের সংবাদ

গোপালগঞ্জের কারফিউয়ের সময়সীমা বৃদ্ধি, শুক্রবার সকালে ৩ ঘণ্টার বিরতি

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫ , ৭:৫৩ অপরাহ্ণ আপডেট: জুলাই ১৭, ২০২৫ , ৭:৫৪ অপরাহ্ণ

গোপালগঞ্জ শহরে গতকাল বুধবার রাত ৮টা থেকে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলমান কারফিউয়ের সময়সীমা বর্ধিত করা হয়েছে। এটি আগামীকাল (১৮ জুলাই, ২০২৫) শুক্রবার সকাল ১১টা পর্যন্ত অব্যাহত থাকবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, আগামীকাল শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ থাকবে না। এই সময়ে জনসাধারণ প্রয়োজনীয় কাজ সারতে পারবেন। তবে, দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আবার কারফিউ চলবে।

উল্লেখ্য, সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে ভয়াবহ হামলা-সংঘর্ষে অন্তত তিনজনের প্রাণহানি ঘটে। এই ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্তর্বর্তীকালীন সরকার এই কারফিউ জারি করে। প্রশাসনের পক্ষ থেকে সকলকে শান্ত থাকার এবং আরোপিত বিধি-নিষেধ মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়