গোপালগঞ্জে সংঘর্ষে অন্তত চার জন নিহত, রাত ৮টা থেকে কারফিউ

আগের সংবাদ

পুলিশ পুরোপুরি সহযোগিতা করছে না': গোপালগঞ্জের ঘটনায় উপদেষ্টাদের গাড়িবহর আটক

পরের সংবাদ

জাতীয় সমাবেশ সফল করতে চৌগাছায় জামায়াতের স্বাগত মিছিল

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫ , ৮:০০ অপরাহ্ণ আপডেট: জুলাই ১৬, ২০২৫ , ৮:০০ অপরাহ্ণ
চৌগাছায় জামায়াতের স্বাগত মিছিল

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ১৯ জুলাই মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে স্বাগত মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোরের চৌগাছা উপজেলা শাখা।

১৬ জুলাই বুধবার বিকেলে শহরের কামিল মাদ্রাসা মাঠ থেকে থেকে এই স্বাগত মিছিল বের হয়।

১৯ জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ৭দফা দাবিতে জাতীয় সমাবেশ সফল করতে এই স্বাগত মিছিল করা হয়েছে।

আগামীর জাতীয় নির্বাচন অবাদ,সুষ্ঠু, নিরপেক্ষসহ ৭ দফা দাবি আদায়ে জামায়াতের এই সমাবেশ।

চৌগাছা উপজেলা জামায়াতের আমির মাও.গোলাম মোরশেদের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মাও. নুরুজ্জামান, বায়তুলমাল সম্পাদক মাষ্টার ইমদাদুল হক, সহকারী সেক্রেটারী ও সাবেক প্যানেল মেয়র মাষ্টার কামাল আহমেদ, মাও. গিয়াস উদ্দীন, সাবেক চেয়ারম্যান চৌগাছা কামিল মাদ্রাসার অধ্যাক্ষ মাও. আব্দুল লতিফ, পৌর জামায়াতের আমির মাও. আব্দুল খালেক, সাবেক কাউন্সিলর মহিউদ্দীন, আব্দুর রহমান, হাসানুজ্জামানসহ উপজেলা ও ইউনিয়ন শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতায় বক্তারা বলেন, এসময় তারা আগামী জাতীয় নির্বাচন অবাদ, সুষ্ঠু, নিরপেক্ষসহ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঐতিহাসিক সোহরাওয়াার্দী উদ্যানে সমাবেশে যোগদিয়ে সমাবেশকে সফল করার আহ্বান জানান। সেই সাথে আগামী জাতীয় নির্বাচনে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কা জনগণের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়