বাগেরহাটের মোল্লাহাটে খুলনাগামী রূপসী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেছে। সোমবার (১৪ জুলাই) সকাল ১১টা ৩০ মিনিটে ঢাকা-খুলনা মহাসড়কের জয়ডিহি ও মাদ্রাসাঘাট এলাকার মাঝামাঝি এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি মাদারীপুর থেকে খুলনার উদ্দেশ্যে সকাল ১০টা ২২ মিনিটে ছেড়ে আসে। এক ঘণ্টা ২০ মিনিট পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়কের পাশে উল্টে খাদে পড়ে যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় মাদ্রাসাঘাট হাইওয়ে পুলিশ ও মোল্লাহাট ফায়ার সার্ভিস ইউনিট। তারা দ্রুত উদ্ধার কার্যক্রম চালিয়ে বাসের ভেতরে থাকা যাত্রীদের নিরাপদে সরিয়ে নেয়।
প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনায় অন্তত ২০ থেকে ৩০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফকিরহাট উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি পরে ক্রেনের সাহায্যে উত্তোলন করা হয়, তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের টিম লিডার শরীফ বলেন,
“আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছি। বাস উদ্ধারে ভারী যন্ত্রপাতির ব্যবহার চলছে।”
হাইওয়ে পুলিশের ইনচার্জ জানান,
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালকের অসাবধানতা অথবা ব্রেকফেলই দুর্ঘটনার মূল কারণ। তদন্ত চলছে।”
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।