বকুলতলায় বঙ্গবন্ধু মুর‌্যাল গুঁড়িয়ে নির্মিত হচ্ছে 'জুলাই শহীদ স্মৃতিসৌধ'

আগের সংবাদ

কেশবপুরে স্বেচ্ছাসেবীদের উদ্যোগে হরিহর নদীর কচুরিপানা অপসারণ

পরের সংবাদ

চট্টগ্রামে হারিয়ে যাওয়া ১২ মোবাইল উদ্ধার

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৫ , ৮:০২ অপরাহ্ণ আপডেট: জুলাই ১৩, ২০২৫ , ৮:০২ অপরাহ্ণ

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকায় চুরি ও হারিয়ে যাওয়া ১২টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।রবিবার (১৩ জুলাই) উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন ওসি মোঃ আব্দুল করিম।পুলিশ জানায়, সম্প্রতি থানায় করা একাধিক সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে অনুসন্ধানে নামে কোতোয়ালী থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় ফোনগুলোর অবস্থান শনাক্ত করে এসআই মোঃ বাহার মিয়ার নেতৃত্বে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোবাইলগুলো উদ্ধার করা হয়।মোবাইল হস্তান্তরের সময় ওসি মোঃ আব্দুল করিম বলেন, “জিডি করা প্রতিটি ঘটনার তদন্তে আমরা আন্তরিকভাবে কাজ করি। প্রযুক্তির সহায়তায় আমরা অনেক হারানো ও চুরি হওয়া মোবাইল উদ্ধার করতে পারছি। নাগরিকদের আস্থা অর্জনই আমাদের উদ্দেশ্য।”

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়