মোল্লাহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেশাজীবি শাখা সদর কমিটি গঠন কার্য অনুষ্ঠিত

আগের সংবাদ

নড়াইলে ফুটবল খেলা ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল একজনের

পরের সংবাদ

চাঁদাবাজদের ভয় নেই’—আসিফ চত্বরে গর্জে উঠলেন নাহিদ ইসলাম!

গণঅভ্যুত্থানের শক্তি এখনো মাঠে আছে: নাহিদ

প্রকাশিত: জুলাই ১২, ২০২৫ , ৪:৩৩ অপরাহ্ণ আপডেট: জুলাই ১২, ২০২৫ , ৪:৩৩ অপরাহ্ণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা বলেছেন, বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে জাতীয় সরকারের প্রস্তাব দেওয়া হলেও তাতে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। তবুও দেশ সংস্কারের জন্য তাদের দরজা এখনো উন্মুক্ত রয়েছে।

শনিবার (১২ জুলাই) দুপুরে সাতক্ষীরার আসিফ চত্বরে জুলাই পদযাত্রার ১২তম দিনে আয়োজিত পথসভায় এসব কথা বলেন পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন,

“চাঁদাবাজদের ভয় পেলে চলবে না। জনগণ শেখ হাসিনাকেও ভয় পায়নি। ১৬ বছরের দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এখন অধিকার আদায়ে ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

পদযাত্রা ও পথসভা

এর আগে দুপুর ১টার দিকে খুলনা থেকে গাড়িবহর সাতক্ষীরা পৌঁছায়। কুমিরা বাজার এলাকায় এনসিপির নেতাকর্মীরা তাদের বরণ করে নেন। এরপর সাতক্ষীরা-খুলনা মহাসড়কের আমতলা থেকে শুরু হয়ে আসিফ চত্বরে এসে পদযাত্রা শেষ হয়।

পথসভায় অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, কেন্দ্রীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ দলের কেন্দ্রীয় নেতারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়