হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ আটক ২

আগের সংবাদ
লটারির মাধ্যমে ভিডাব্লিউবি কার্ড যাচাই

পাইকগাছায় লটারির মাধ্যমে ভিডাব্লিউবি কার্ড যাচাই-বাছাই সম্পন্ন

পরের সংবাদ

এআরএফ বৈঠকে যোগ দিতে মালয়েশিয়া গেলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: জুলাই ৯, ২০২৫ , ২:৪৭ অপরাহ্ণ আপডেট: জুলাই ৯, ২০২৫ , ২:৪৭ অপরাহ্ণ
পররাষ্ট্র উপদেষ্টা

আশিয়ান রিজিওনাল ফোরামে (এআরএফ) অংশ নিতে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার (৯ জুলাই) দুপুরে তিনি ঢাকা ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

কুয়ালালামপুরে ৮ থেকে ১১ জুলাই পর্যন্ত এআরএফের মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে আগামী ১২ জুলাই ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ প্রতিরোধ, অভিবাসন, জলবায়ু পরিবর্তন ও সহযোগিতা বিষয়ে আলোচনা হবে।

এদিকে সোমবার (৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মো. তৌহিদ হোসেন জানান, এআরএফ বৈঠকের পাশাপাশি মালয়েশিয়ায় সন্ত্রাসবাদ সংশ্লিষ্টতার অভিযোগে আটক বাংলাদেশিদের বিষয়েও দেশটির সরকারের সঙ্গে আলোচনা হতে পারে।

সম্প্রতি মালয়েশিয়ায় ৩৬ জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। এদের সবাই জঙ্গি কি না জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “তাদের মধ্যে হয়তো একটি ছোট দলের জঙ্গি সংশ্লিষ্টতা থাকতে পারে। যদি কারো জঙ্গি সংশ্লিষ্টতা পাওয়া যায়, আমরা মালয়েশিয়া সরকারকে প্রয়োজনীয় সহযোগিতা করব।”

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়