প্রকাশিত: জুলাই ৯, ২০২৫ , ১০:৪২ পূর্বাহ্ণ আপডেট: জুলাই ৯, ২০২৫ , ১০:৪২ পূর্বাহ্ণ
শোর-সাতক্ষীরা মহাসড়কের চালকিডাংগা হতে চিনাটোলা বাজার পর্যন্ত সড়কে এক দুর্ঘটনাকূপে পরিনত হয়েছে। গত ২দিনের ব্যবধানে বেপরোয়া বাসের চাপাই মারা গেলো ৩টি জীবন।
গত ৬জুলাই মণিরামপুর ডিগ্রি কলেজ মোড়ে বাসের ড্রাইভারের বেপরোয়া গতির কারনে উপজেলার জয়পুর গ্রামের মোঃ নাজমুল শেখ(৪০) ও গাইবান্ধার সাঘাটার রতন(২৭) মারা যায়।
একদিন যেতে না যেতেই ৮জুলাই বিকালে যশোর-সাতক্ষীরা মহাসড়কের চালকিডাংগা সিটিকে বিদ্যালয়ের সামনে আবার বেপরোয়া বাস কেড়ে নিলো আরেকটি তাজা প্রাণ।
প্রত্যক্ষদর্শীদের তথ্য মোতাবেক, মঙ্গলবার বিকালে প্রায় আধা কিলোমিটার রাস্তা “আল্লাহর নামে চলিলাম” লেখা ঐ বাসটির নিচে মটরসাইকেল ও আরোহীকে রাস্তায় ঘষতে ঘষতে সিটিকে মাধ্যমিক বিদ্যালয়ের সামনে আসলে বাসটি যান্ত্রিকত্রুটিতে পড়ে থেমে যায়।
ততক্ষণে মোটরসাইকেল আরেহী মনিরামপুর পৌরসভার ২ নং ওয়ার্ড গাংড়া গ্রামের ইসমাইল শেখে ছেলে আবু তাহের(২৪) এর দেহ নিথর হয়ে গেছে। আবু তাহেরের মুখ রাস্তার সাথে বার বার ঘষা লেগে বিকৃত হয়ে রক্তক্ষরণ হয়ছে বলে জানান মণিরামপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের মণিরামপুর স্টেশন ইনচার্জ সাফায়েত হোসেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত একটি অপমৃত্যু মামলা দায়ের সহ এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান ছিলো বলে জানান নবাগত মণিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খান।
শেয়ার করুন
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।