প্যানেল চেয়ারম্যান

পাইকগাছায় প্যানেল চেয়ারম্যানের অনিয়মের বিরুদ্ধে ইউএনও'র দপ্তরে অভিযোগ

আগের সংবাদ

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের গমে সাফল্য: লবণসহিষ্ণু ‘জিএইউ গম-১’ পেল সরকারি অনুমোদন

পরের সংবাদ

শ্যামনগরে উপবৃত্তির টাকায় কাটা-ছেঁড়া! প্রতিবাদে সাংবাদিকদের হেনস্তা

প্রকাশিত: জুলাই ৩, ২০২৫ , ৯:২৩ অপরাহ্ণ আপডেট: জুলাই ৩, ২০২৫ , ৯:২৬ অপরাহ্ণ

সাতক্ষীরার শ্যামনগরের চালিতাঘাটা বাজারে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংক “মেসার্স আব্দুল্লাহ এন্টারপ্রাইজ”-এর মালিক মো. ওলিউল্লা গাজির বিরুদ্ধে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা থেকে অতিরিক্ত অর্থ আদায় এবং তথ্য সংগ্রহে যাওয়া সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও শারীরিক হেনস্তার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিকরা শ্যামনগর থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

সূত্র জানায়, সাংবাদিক জিয়াউর রহমান, যিনি দৈনিক মানবকণ্ঠ ও দৈনিক সাতনদীর শ্যামনগর উপজেলা প্রতিনিধি, তাঁর মেয়ে সিরাজপুর স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী। মেয়ের উপবৃত্তির টাকা উত্তোলনের জন্য তিনি উক্ত এজেন্ট ব্যাংকে গেলে তাঁকে ৩০৫০ টাকার একটি উত্তোলন স্লিপ ধরিয়ে দেওয়া হয়, অথচ হাতে তুলে দেওয়া হয় মাত্র ৩০০০ টাকা।

যখন তিনি ৫০ টাকা কাটা নিয়ে প্রশ্ন তোলেন, তখন এজেন্ট মালিক ওলিউল্লা গাজি বলেন, “আমি কি জমি বিক্রি করে ব্যাংক খুলেছি? এই অ্যাকাউন্ট আমি খুলি নাই, তাই টাকা কেটে নিয়েছি।” এমনকি তিনি স্পষ্টভাবে স্বীকার করেন, “আমার কোনো বৈধতা নেই, তবুও সবাই থেকে ৫০-১০০ টাকা কেটে নিচ্ছি।”

এ ঘটনায় সাংবাদিক জিয়াউর রহমান তাঁর সহকর্মীদের জানালে, রিপোর্টার্স ক্লাবের কয়েকজন সদস্য ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা যাচাই করতে চান। তারা অভিযুক্ত এজেন্টের সঙ্গে কথা বলার চেষ্টা করলে, তিনি বিরূপ প্রতিক্রিয়া দেখান এবং বলেন, “তোদের এত পাওয়ার কে দিল? তোদের পাঠিয়েছে কে?” পরে উত্তেজিত হয়ে এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেন এবং শারীরিকভাবে হেনস্তা করেন।

একটি জাতীয় ব্যাংকের এজেন্ট হয়ে গ্রাহকের সঙ্গে এমন আচরণ এবং সাংবাদিকদের হেনস্তা করা অত্যন্ত ন্যক্কারজনক। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানালে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার অফিসার ইনচার্জ (ওসি) সাংবাদিকদের লিখিত অভিযোগ দিতে বলেন।

শ্যামনগর থানার ওসি মোঃ হুমায়ুন করিব মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়