'ন্যায়-ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে'
বাংলাদেশ জামায়াতে ইসলামী মণিরামপুর উপজেলা শাখার মহিলা বিভাগ আয়োজিত নির্বাচনী দায়িত্বশীলদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১ জুলাই(মঙ্গলবার) মণিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক গোলাম কুদ্দুস এসব কথা বলেন।
মণিরামপুর উপজেলা জামায়াতে আমির অধ্যাপক ফজলুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মণিরামপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান, সহকারী সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি এইচ এম শামীম, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ও পেশাজীবী ফোরামের সভাপতি আবু সালেহ মোঃ উবাইদুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন- যুগে যুগে ইসলাম বিজয়ের ইতিহাসে নারীদের ঐতিহাসিক ভুমিকা রয়েছে। আগামী নির্বাচনে ন্যায়-ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে মহিলা দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মা-বোনদের ভোটাধিকার নিশ্চিত, নির্বিঘ্নে ভোটকেন্দ্রে ভোট প্রয়োগের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।