কপিলমুনির গোয়ালবাথানে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় স্থানীয় জি টি চিনামলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। গোয়ালবাথান শাপলা সাংস্কৃতিক জোটের সার্বিক পরিচালনায় ও জীবনকৃষ্ণ মন্ডলের উদ্যোগে মেডিকেল ক্যাম্পে ২০০ রুগীর ফ্রি চিকিৎসা ও ফ্রি ঔষধ প্রদান করা হয়। শুরুতেই স্থানীয় মন্দিরে জীবনকৃষ্ণ মন্ডলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন কপিলমুনি সিটি প্রেস ক্লাবের সভাপতি এম আজাদ হোসেন, ডাঃ তন্ময় দাস (এমবিবিএস)। উপস্থিত ছিলেন ডাঃ শুভজিৎ দাস (এমবিবিএস), ডাঃ সাধনা বিশ্বাস (এমবিবিএস) পল্লী চিকিৎসক (চক্ষু) বি এম এ জব্বার, কপিলমুনি সিটি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পলাশ কর্মকার, প্রণব কান্তি মন্ডল, প্রীতিশ মন্ডল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শোভন মন্ডল। প্রসঙ্গত সকল রোগীর জন্য সম্পূর্ণ ফ্রি ওষুধ প্রদান করে পপুলার লিমিটেড, ইউরো ফার্মা লিঃ, দি একমি ল্যাব লিঃ ,নাভানা ফার্মা লিঃ, শরীফ ফারমা লিঃ, ইবনেসিনা ফার্মা লিঃ ও এ সি আই লিঃ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।