অবৈধ ফার্নিচার

উত্তরার অবৈধ ফার্নিচার মার্কেটের আয় যায় কার পকেটে

আগের সংবাদ
ইয়াবা উদ্ধার

পাচারকারীর ফেলে যাওয়া ব্যাগ থেকে এক লাখ ইয়াবা উদ্ধার

পরের সংবাদ

কক্সবাজারে মানসিক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: জুন ২৫, ২০২৫ , ৭:২৮ অপরাহ্ণ আপডেট: জুন ২৫, ২০২৫ , ৭:২৮ অপরাহ্ণ
মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় মানসিক প্রতিবন্ধী যুবকের ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ জুন) সকাল ১০টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের আদমের দীঘি থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।

মৃত মোহাম্মদ লাদেন (৩০) চকরিয়ার ঢেমুশিয়া ইউনিয়নের ছয়কুড়িটিক্কা এলাকার এজাহারুল ইসলামের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে শফিকুল ইসলাম বলেন, ‘মোহাম্মদ লাদেন মৃগীরোগের পাশাপাশি দীর্ঘদিন ধরে মানসিক প্রতিবন্ধী ছিলেন। মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। রাতে স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাননি।’

ওসি জানান, বুধবার সকালে বদরখালী ইউনিয়নের আদমেরদীঘিতে অজ্ঞাত একজনের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মৃতদেহটি উদ্ধার করে। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে তারা মৃতদেহটির পরিচয় শনাক্ত করেন।

মৃত্যুর কারণ নিশ্চিত না হওয়ায় রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান শফিকুল ইসলাম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়