মণিরামপুরের ঢাকুরিয়া স্পোটিং ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় দেলুয়াবাটি ফুটবল একাদশকে ৪-১ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক ঢাকুরিয়া স্পোটিং ক্লাব।
নক আউট ভিত্তিক এ খেলার প্রথমার্ধে যেমন তেমন দ্বীতিয়ার্ধে দেলুয়াবাটি ফুটবল একাদশকে চাপে রেখে আক্রমণ-পাল্লা আক্রমণ করে নির্ধারিত সময়ে ৪-১ গোলের ব্যাবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকুরিয়া স্পোটিং ক্লাবের ফুটবল একাদশ।
মঙ্গলবার ২৪ জুন বিকালে ঢাকুরিয়া মিনি স্টেডিয়ামে শেষ হওয়া এ টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক এস এম তাজাম্মুল, ঢাকুরিয়া বনিক সমিতির সাধারণ সম্পাদক ও ঢাকুরিয়া স্পোটিং ক্লাবের সভাপতি আবিদুর রহমান টুকুন, সাংবাদিক সাজ্জাদুল ইসলাম, শিক্ষক হাজ্জাজ বীন সুলাইমান, সমাজ সেবক আঃ সামাদ মোড়ল,সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হক মুন্না প্রমূখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।