কঙ্কাল উদ্ধার

নড়াইলের লোহাগড়ায় তিলের ক্ষেত থেকে অজ্ঞাত নারীর কঙ্কাল উদ্ধার

আগের সংবাদ
অবৈধ পণ্য আটক

বেনাপোলে মাদক সহ অবৈধ পণ্য আটক

পরের সংবাদ

পাইকগাছায় ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

প্রকাশিত: জুন ২৩, ২০২৫ , ৮:৫৬ অপরাহ্ণ আপডেট: জুন ২৩, ২০২৫ , ৮:৫৬ অপরাহ্ণ
ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা

পাইকগাছায় কৈশোর কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে ক্রীড়া- সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ সহ উন্নয়ন মেলা ও ম্যারাথন দৌড় প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) কৈশোর কার্যক্রম এর আয়োজনে, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ) ও সাস এর অর্থায়নে এ সকল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে সোমবার(২৩ জুন) সকালে উপজেলার চাঁদখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খায়রুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মীর নুরে আলম সিদ্দিকী।

সাস এর পাইকগাছা উপজেলা প্রোগাম অফিসার তাহেরা সিদ্দিকার সার্বিক পরিচালনায়, সন্মানিত অতিথি ছিলেন, সাস এর নির্বাহী পরিচালক শেখ ইমান আলী, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সমন্বয়কারী শেখ ইমন পারভেজ প্রিন্স, বিশেষ অতিথি ছিলেন, অত্র বিদ্যালয়ের সভাপতি মোঃ আরজান আলী, সাস এর প্রকল্প সমন্বয়কারী মোঃ শাহআলম। এসময়ে স্কুলের শিক্ষক মন্ডলী ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়