ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দিবস হিসেবে ৫ আগস্ট এখন থেকে সরকারি ছুটি হিসেবে পালন করা হবে বলে ঘোষণা দিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বৃহস্পতিবার (১৯জুন) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
ফারুকী বলেন, “জুলাই মাসে গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে ১ জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি শুরু হবে, যা ৫ আগস্ট পর্যন্ত চলবে। আগামী সোমবার বিস্তারিত ঘোষণা করা হবে। ১৪ জুলাই থেকে মূল আয়োজন শুরু হবে। আন্দোলন চলাকালীন যেভাবে দেশ একত্রিত হয়েছিল, তেমনভাবে কর্মসূচি গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন, “৫ আগস্টকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হবে এবং রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকে ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন দিবস হিসেবে জাতীয় দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হবে।”
এছাড়া, রাষ্ট্রীয় মালিকানাধীন রেডিও বাংলাদেশ বেতার ও বিটিভিকে স্বায়ত্তশাসিত করার বিষয়ে আলোচনা করছেন জানিয়ে ফারুকী বলেন, “শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার এ বিষয়ে কাজ করবেন।”
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।